বিশেষ প্রতিনিধি, ডেইলি ভোরের সকাল।।
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. রিফাদুল ইসলাম মিঠুন (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মামা আজাদ শেখ (৫০) গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে লোহাগড়া উপজেলার কালনা-যশোর মহাসড়কের কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রিফাদুল ইসলাম মিঠুন লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের মো. বিলায়েত শিকদারের ছেলে। আহত আজাদ শেখ উপজেলার দোয়া-মল্লিকপুর গ্রামের বাসিন্দা। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রিফাদুল ইসলাম ও তার মামা আজাদ শেখ মোটরসাইকেলযোগে লোহাগড়া থেকে ভাটিয়াপাড়ার দিকে যাচ্ছিলেন। লোহাগড়া উপজেলার কালনা-যশোর মহাসড়কের কালনা এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে চালক রিফাদুল ইসলাম ও তার মামা আজাদ শেখ ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রিফাদুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত আজাদ শেখকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। আহত আজাদ শেখকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।